![পাবনায় শতাধিক শিশুর হাতেখড়ি](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/02/21/image-647593-1676994959.jpg)
এবারও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনায় গণশিল্পী সংস্থা শিশুদের হাতেখড়ি কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন শহিদ রাসেল পার্কে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।
গণশিল্পী সংস্থা পাবনা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা’র সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুদের হাতেখড়ি দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ জাফর সাদেক, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, উন্নয়ন সংগঠন ওসাকার পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ভাষ্কর চৌধুরী, কবি আদ্যনাথ ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক শিশুর হাতেখড়ি দেওয়া হয়। পরে সনদ বিতরণ করেন গণশিল্পী সংস্থা ও যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ।