Logo
Logo
×

সারাদেশ

ভাষা শহিদ জব্বারের বাড়িতে মানুষের ঢল

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৯ পিএম

ভাষা শহিদ জব্বারের বাড়িতে মানুষের ঢল

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবসে গফরগাঁওয়ের পাঁচুয়ার জব্বার নগর গ্রামে ভাষা শহিদ আব্দুল জব্বারের গ্রামের বাড়িতে মানুষের ঢল নামে। 

একুশের প্রথম প্রহরেই উপজেলা সদর থেকে ৪ কি.মি. দূরে আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শত যানবাহনে চড়ে উপস্থিত হন মানুষ।

রাত ১২টার আগে ভাষা শহিদের বাড়িসংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়। রাত ১২টা ১মিনিটে শহিদ বেদীতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, গফরগাঁও সার্কেলের সহকারি পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে। 

এরপর একে একে গফরগাঁও প্রেস ক্লাব, সূযসারথি খেলাঘর আসরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনতা পুষ্পস্তবক অর্পণ করে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম