Logo
Logo
×

সারাদেশ

নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা 

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫২ পিএম

নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা 

ফাইল ছবি

নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা করেছে সংঘবদ্ধ বখাটেরা।  সোমবার সন্ধ্যায় নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

বখাটেদের হামলার শিকার শিক্ষার্থীরা হলেন— আব্দুর রহমান, দীপ্তি, ফাহমিদা, ফারহানা নাদিয়া ও শুভ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বখাটেদের হামলার শিকার শিক্ষর্থীরা সবাই নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

সোমবার সন্ধ্যায় নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ১০-১৫ জন বখাটে তাদের ওপর হামলা করে।  পরে হামলায় আহত ছাত্র-ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়।

আহত ছাত্র-ছাত্রীরা বলেন, ‘কয়েক মাস ধরে আমরা কোচিং করছি।  আমরা প্রতিদিনই ইভটিজিংয়ের শিকার হচ্ছি।  সোমবার কোচিং শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ১৫-২০ জন সংঘবদ্ধ বখাটে আমাদের ওপর হামলা করে। ’

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মো. আবু তাহের বলেন, ‘যেসব ছাত্র-ছাত্রীদের ওপর হামলা হয়েছে তারা এলাকার মেধাবী শিক্ষর্থী। এইসব বখাটেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাদের অভিভাবকরা থানায় এসে লিখিত অভিযোগ দিচ্ছেন।  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম