কাপ্তাই হৃদে নৌকাডুবি, দুই পর্যটকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৮ পিএম

ফাইল ছবি
রাঙামাটি সদর উপজেলার ডিসির বাংলো এলাকায় কাপ্তাই হৃদে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার ওসি আরিফুল আমিন জানিয়েছেন।
তিনি যুগান্তরকে বলেন, কাপ্তাই হৃদে নৌকাডুবিতে দুই পর্যটক তলিয়ে যায়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।