সন্তান না হওয়ার দুঃখে যে সিদ্ধান্ত নিলেন গৃহবধূ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৩ পিএম
ফাইল ছবি
শেরপুর উপজেলার পৌর শহরের উত্তর সাহাপাড়া গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্তানের মা না হওয়ায় দুঃখে গত শুক্রবার রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূ মরিয়ম আকতার (২৫) আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আদমদিঘী উপজেলার কুন্দগ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে মরিয়ম। তার সঙ্গে পাশের দুপঁচাচিয়া উপজেলার খেয়ালী চকপাড়া গ্রামের ছামিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহর ছয় বছর আগে বিয়ে হয়। মাসুম কোম্পানিতে চাকরির সুবাদে শেরপুর পৌর শহরের উত্তর সাহা পাড়া গ্রামে আব্দুল মজিদ বাচ্চুর বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। বিয়ের ছয় বছর পার হয়ে গেলেও তিনি কোনো সন্তানের মা হতে পারেননি। তাই মনের দুঃখে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে মাসুম বিল্লাহ ঘটনাস্থলে এসে উপস্থিত হন।মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।