Logo
Logo
×

সারাদেশ

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১১ পিএম

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর চারঘাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকালে চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার তেতুলপুকুর এলাকার তজিবুর রহমানের ছেলে অনিক আহম্মেদ (১৮) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মুরাদ আহম্মেদ (১৬)। 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, শুক্রবার বিকালের দিকে পুঠিয়া উপজেলার দুই যুবক মোটরসাইকেলে চারঘাটের দিকে আসার পথে চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোডের কাছে পৌঁছলে বিপরীত দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী দুই যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় অনিক। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মুরাদ। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম