Logo
Logo
×

সারাদেশ

জিপিএ-৫ পেয়েও উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা আশ্রয়ণ প্রকল্পে থাকা সাইদুরের

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০০ পিএম

জিপিএ-৫ পেয়েও উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা আশ্রয়ণ প্রকল্পে থাকা সাইদুরের

একসময় মায়ের সঙ্গে অন্যের বাড়িতে ব্রয়লার মুরগির ঘরে বসবাস করতেন সাইদুর রহমান। বছর দেড়েক আগে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর পেয়ে নিজেদের মাথা গোঁজার ঠাঁই পান মা-ছেলে। 

ওই গৃহে পড়ালেখা করে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার সাইদুর রহমান। তার এই ফলে কলেজের শিক্ষক ও সহপাঠীদের পাশাপাশি আশ্রয়ণে বসবাসকারীরাও বেশ খুশি। 

সম্প্রতি তার কলেজের অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম তার বাড়িতে গিয়ে মা ও ছেলেকে নিজ হাতে মিষ্টিমুখ করান। তিনি উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কামারপাড়া আশ্রয়ণ প্রকল্পের গৃহে বসবাস করে। উপজেলার সাইলকোনা ডিগ্রি কলেজ থেকে সে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

সাইদুর রহমান জানান, ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে অন্যের বাড়িতে থাকতেন। পরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখন পড়ালেখার জায়গা পেয়েছেন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর তার মা একসময় ঝিয়ের কাজ করে পড়ালেখার খরচ চালালেও এখন তিনি নিজেই অন্যের জমিতে শ্রমিকের কাজ করে সংসারের পাশাপাশি নিজের পড়ালেখার খরচ চালান। 

কিন্তু এখন কীভাবে সামনে এগোবেন সেই নিয়ে শঙ্কায় সাইদুর ও তার মা। খরচের অভাবে তার উচ্চশিক্ষাগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চান সাইদুর ও তার মা।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম