Logo
Logo
×

সারাদেশ

ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০২ পিএম

ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

শ্রদ্ধাঞ্জলি, দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় তার জন্মস্থান ফতেপুরে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু জাফর। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। 

সরকারের বিভিন্ন দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। 

পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানান আয়োজন করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম