Logo
Logo
×

সারাদেশ

দ্বিতীয় স্বামীর সহযোগিতায় তৃতীয় স্বামীকে হত্যা করেন কণা

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০২ পিএম

দ্বিতীয় স্বামীর সহযোগিতায় তৃতীয় স্বামীকে হত্যা করেন কণা

ঢাকার কেরানীগঞ্জের চাঞ্চল্যকর আসলাম উদ্দীন হত্যায় জড়িত স্ত্রী উম্মে হাবিবা কণাকে যশোরের অভয়নগর থেকে আটক করেছে র‌্যাব। দ্বিতীয় স্বামীর সহযোগিতায় তৃতীয় স্বামীকে হত্যা করেন কণা। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার সকাল ৯টার দিকে অভয়নগর থেকে তাকে আটক করা হয়েছে। 

বুধবার দুপুরে র‌্যাব যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, ২০২০ সালের ৫ জুলাই  টাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের  নিচে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তি যশোরের চৌগাছার আসলাম উদ্দীন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এরপর থেকে র‌্যাব এ মামলার ছায়া তদন্ত করে আসছিল। তদন্তে এ হত্যাকাণ্ডে তার স্ত্রীর জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসলামের স্ত্রী উম্মে হাবিবা কনা যশোরের অভয়নগর এসে আত্মগোপনে রয়েছে। এরপর বুধবার সকালে অভয়নগরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর কণা তার স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তিনি জানিয়েছেন, টাকাপয়সা আত্মসাতের কারণে তিনি একাধিক বিয়ে করেছেন। আসলাম তার তৃতীয় স্বামী। টাকাপয়সা আত্মসাতের পর দ্বিতীয় স্বামীর সহযোগিতায় আসলামকে হত্যা করে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয়।

র‌্যাব অধিনায়ক আরও জানান, আটককৃত আসামিকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম