Logo
Logo
×

সারাদেশ

সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রাণ গেল ২ যুবকের

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৬ পিএম

সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রাণ গেল ২ যুবকের

চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকার ৬নং ওয়ার্ডে সরওয়ার চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. বাদশা (২৭) ও মো. ইয়াছিন (২৬)। 

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকার ৬নং ওয়ার্ডে নির্মাণাধীন একতলা ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে দুই শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই শ্রমিককে উদ্ধার করে উপজেলার চৌধুরী ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম