Logo
Logo
×

সারাদেশ

বাসের নিচে নসিমন, চালক নিহত

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২১ পিএম

বাসের নিচে নসিমন, চালক নিহত

বরিশালের গৌরনদীতে বরিশালগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস ও সিমেন্টবোঝাই নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নসিমনটি বাসের নিচে চলে গেলে চালক মো. রানা প্যাদা (২৬) ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায়  বাসের ২ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রানা প্যাদা উপজেলার বার্থী ইউনিয়নের বেঁজগাতি গ্রামের মো. সিরাজ প্যাদার ছেলে। তিনি গৌরনদী পৌরসভার টরকী বাসস্ট্যান্ডের সেবা ট্রেডার্সের নসিমন চালক ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, পৌরসভার টরকী বাসস্ট্যান্ডের সেবা ট্রেডার্সের নসিমন চালক মো. রানা প্যাদা সিমেন্টবোঝাই করে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আগৈলঝাড়ার ভালুকশী গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বিআরটিসি বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির নিচে নসিমন ঢুকে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনসহ বাসটি রাস্তার পাশে খাদে পড়ে।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা যৌথভাবে  উদ্ধার অভিযান চালিয়ে বাসের নিজ থেকে নসিমন চালক রানা প্যাদার মস্তকবিহীন লাশ উদ্ধার করেন। এরপর বিচ্ছিন্ন মাথা ও এক হাত উদ্ধার করেন তারা।

হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি ও দুমড়ে মুচড়ে যাওয়া নসিমনটি জব্দ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম