Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে ভূমিসংক্রান্ত কাজে প্রতারণা, একজনের কারাদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬ পিএম

নবাবগঞ্জে ভূমিসংক্রান্ত কাজে প্রতারণা, একজনের কারাদণ্ড

নামজারি, কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদানের নামে প্রতারণার অভিযোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার চর দড়িকান্দা গ্রামের আরজ আলীর ছেলে রইস উদ্দিনকে (৩৫) কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে তাকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম ভূমি অফিস এলাকা থেকে নামজারি করে দেওয়ার নামে প্রতারণা, সেবাগ্রহীতাদের ভূমি উন্নয়ন কর দাখিল করে দেওয়ার নামে অতিরিক্ত টাকা, জমিসংক্রান্ত কাজের কথা বলে অর্থ আদায় করা ও দালালির সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে আটক করা হয়। পরে রইস উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, ভূমি অফিসকে দালালমুক্ত করতে হবে। দালালদের আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম