Logo
Logo
×

সারাদেশ

আড়িয়াল খাঁ নদে নিখোঁজ শিশুর লাশ ৩ দিন পর উদ্ধার

Icon

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৪ পিএম

আড়িয়াল খাঁ নদে নিখোঁজ শিশুর লাশ ৩ দিন পর উদ্ধার

নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল নদে শিশু ইয়াসিন (৯) নিখোঁজ হওয়ার তিন দিন পর লাশ ভেসে উঠল পানির ওপরে। গত শনিবার দুপুর দেড়টায় নিখোঁজ হওয়ার পর টানা দুদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নিরলস প্রচেষ্টায় পরও শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধারকারী দল অভিযানের সমাপ্তি ঘোষণা করে। 

এ বিষয়ে রোববার রাত ৯টার দিকে বেলাব উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ ইয়াসিন ইকবাল মুঠো ফোনে জানান তারা ঢাকা হেড কোয়ার্টারে কথা বলে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। যেহেতু যে কোনো মরদেহ ২৪ ঘন্টা পর পানির ওপরে ভেসে উঠে সেহেতু শিশুটির আর পনির নিচে থাকার কোনো সম্ভবনা নেই। তাছাড়া নদীতে জোয়ার ভাটা প্রবাহমান থাকায় চিড়নি অভিযানেও শিশুটির সন্ধান না মিলায় বাধ্য হয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করতে হয়েছে। 

এদিকে সোমবার ভোরে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ উজানে নিখোঁজ শিশু ইয়াসিনের লাশ এলাকাবাসীর নজরে এলে তারা স্থানীয় ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনের লাশ উদ্ধার করে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তি বর্গের কাছে হস্তান্তর করে। নিহত ইয়াছিন কিশোরগঞ্জ জেলার বত্রিশ গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে জন্মের পর থেকেই বেলাব উপজেলার বেলাব মাটিয়ালপাঁড়া গ্রামে তার নানা রইছ উদ্দীনের বাড়িতে থাকত। 

উল্লেখ্য শিশু ইয়াসিন গত শনিবার দুপুর দেড় টায় উপজেলার বেলাব বাজারের সন্নিকটে আড়িয়াল খাঁ নদে সহপাঠীদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে  নিখোঁজ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম