Logo
Logo
×

সারাদেশ

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১০:২১ পিএম

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ মামলায় সুশান্ত বিশ্বাস (১৭) নামে একজনকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। শনিবার রাতে তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতার সুশান্ত উপজেলার বাগুডাঙ্গা গ্রামের নিরেন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, নবম শ্রেণির ওই ছাত্রী গত ২৩ জানুয়ারি বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যোগ দিয়ে বিকালে বাড়ি ফেরার পথে সুশান্তসহ চারজন তাকে রাস্তা থেকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর রাতে তাকে গ্রামের একটি ঝোপের মধ্যে নিয়ে দলবেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ২৪ জানুয়ারি ভোরে তার বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টার পর শনিবার বিকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে সুশান্তসহ ৩ জনের নাম উল্লেখ করে ও একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল গফুর বিরক্তি বোধ করেন এবং ফোন কেটে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটিকে জঘন্য হিসেবে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় একজনকে গ্রেফতার করেছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম