Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া পথে একজনের মৃত্যু হয়। 

রোববার সকালে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ ৮নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ হোসেন। 

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন বলেন, জমি বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আমার স্বামীর আপন ভাই মোহাম্মদ ইউনুস (প্রকাশ) হপ্পি ইউনুসের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে আমার স্বামী হোসেন স্থানীয়ভাবে সালিশ করার পর সমাধান না পেয়ে মামলা করেন।

এতে ক্ষিপ্ত হয়ে আমার বাড়ির সামনে দোকানে এসে ইউনুস তার ছেলে ওসমানসহ আরও অজ্ঞাতনামা ৮-১০ জন দা, কিরিচ, লাঠি ইত্যাদি নিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করে। আমি আমার স্বামী হত্যাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই। এমনকি আমার আরেক ছেলে দেলোয়ার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, যতটুকু জানি তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়িতে তাদের বিচার চলমান রয়েছে। মূলত ওই ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হয়।

একটা মডেল থানার ওসি আবদুল হালিম জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো. হোসেন নাম একজন নিহত হন। তবে হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম