Logo
Logo
×

সারাদেশ

মুক্তাগাছায় নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১০:২৫ পিএম

মুক্তাগাছায় নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

ছবি-যুগান্তর

ময়মনসিংহের মুক্তাগাছায় যুগান্তরের দুই যুগ পূর্তি উৎসবের মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলার সরকারি শারীরিক শিক্ষা কলেজ কানাই বটতলা জামে মসজিদে বাদ জুমা এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পুলিশ কর্মকর্তা মকবুল হোসেন।  সঞ্চালনা করেন স্বজন সমাবেশ মুক্তাগাছার সাহিত্য সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদ মানিক।

বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাব আলী, মো. রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম খান, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, তারা মিয়া, নাজমুল ইসলাম, মানিক মিয়া প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কানাই বটতলা জামে মসজিদের ঈমাম মাওলানা খাইরুল আলম।

এরপর বিকালে স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলার ড্রিমট্রিম রেস্টুরেন্টে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দৈনিক যুগান্তর ও মুক্তিযুদ্ধ-যুদ্ধবিধ্বস্ত দেশ বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশ মুক্তাগাছার সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান আকাশ।  সঞ্চালনা করেন উপজেলা স্বজনের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদ মানিক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আলকারীমূল-বারী রহমানীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, গণমানুষের ও মুক্তিযুদ্ধের সপক্ষের মুখপত্র হিসেবে যুগান্তরের ভূমিকা বিরল।  যুদ্ধবিধ্বস্ত দেশটাকে পুনর্গঠনেও কাজ করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

রফিকুল ইসলাম আরও বলেন, যুগান্তর এ দেশের মানুষের অধিকার আদায়ের পাশাপাশি সাদাকে সাদা কালাকে কালা বলতে কখনো পিছপা হয় না।  বতর্মানে সুবিধাবঞ্চিত, শ্রমিক ও মেহনতি মানুষের প্রিয় পত্রিকা এখন যুগান্তর।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা প্রেস ক্লাবের সদস্য ইঞ্জিনিয়ার আসাদ মানিক, তাঁতী লীগ নেতা মনিরুল ইসলাম খান, যুগান্তরের মুক্তাগাছা প্রতিনিধি মো. সোহেল রানা, স্বজন সমাবেশের বিজ্ঞানবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম স্বাধীন, স্বজন সদস্য মো. সুজন মিয়া, মো. রুহুল আমীন, শিশু স্বজন তামিম ইকবাল, শেখ মোহাম্মদ বায়োজিদ, মো. আবির হোসেন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম