Logo
Logo
×

সারাদেশ

ভাইপোর ছুরিকাঘাতে চাচা খুন

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:০২ পিএম

ভাইপোর ছুরিকাঘাতে চাচা খুন

যশোরের অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে রাজু মোল্যা (৪০) নামের একজন খুন হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের ভাই স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেন। 

ঘটনার পর থেকে হামলাকারী ভাইপো রাকিবুল ইসলাম পলাতক রয়েছেন। 

নিহত রাজু মোল্যা চেঙ্গুটিয়া গ্রামের মৃত গোলাম নবী মোল্যার ছেলে। ভাইপো রাকিবুল ইসলাম (২৫) প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন খোকনের বড় ছেলে। 

প্রতিবেশী সাঈদ শেখ ও জাহিদ হাসান মোড়ল জানান, বৃহস্পতিবার দুপুরে রাজু মোল্যা তার ভাই জসিম উদ্দিন খোকনের ফ্রিজে আদা বাটা রাখেন। এ সময় খোকন মেম্বারের ছেলে রাকিবুলের সঙ্গে তার চাচা রাজু মোল্যা আদা বাটা ফ্রিজে রাখা নিয়ে বাকবিতণ্ড হয়। ওইদিন সন্ধ্যায় রাজু ঘর থেকে বের হলে রাকিবুল তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় রাজুকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

নিহতের ভাই ইউপি সদস্য জসিম উদ্দিন খোকন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, ছুরিকাঘাতে খুনের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম