Logo
Logo
×

সারাদেশ

‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করছে সরকার’

Icon

নাটোর প্রতিনিধি  

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১০:৩৬ পিএম

‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করছে সরকার’

সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন বলেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে ধর্মীয় মূল্যবোধবিরোধী শিক্ষাক্রম শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়েছে।

বুধবার সকালে বাকশাল দিবস উপলক্ষে শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন তিনি।

বিএনপি নেত্রী সাবিনা বলেন, ১৯৭৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রবর্তন বিল পাশ করে। এ সরকার গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। যেখানে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই, সমাবেশের স্বাধীনতা নেয়, সেখানে কিসের গণতন্ত্র আছে বলে দাবি করে ফ্যাসিবাদী সরকার। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।  

জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক এমপি সুফিয়া হক, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব, জেলা কৃষক দলের আহবায়ক মফিজ উদ্দিন মাস্টার, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম