Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৩:২২ পিএম

টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

টাঙ্গাইলে মো. জহিরুল ইসলাম ঝড় (৬৫) নামে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার ভোরে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহিরুল ইসলাম নাগরপুর উপজেলার মীর কুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

র‌্যাব ১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ২০১৩ সালের টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় আউয়াল নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই বছরের ১ আগস্ট মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে হত্যা মামলায় জহিরুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জহিরুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। মামলা চলাকালে জহিরুল ইসলাম পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে জহিরুলকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে জহিরুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম