Logo
Logo
×

সারাদেশ

হাজতখানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম

হাজতখানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার

চট্টগ্রাম আদালতের হাজতখানা থেকে পালানো আসামি শামসুল হক বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সীতাকুণ্ড থানার ফৌজদারহাট বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এটিএম আরিফ হোসেন।

পুলিশ সূত্র জানায়, আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকে জেলা পুলিশের একাধিক দল বাচ্চুকে গ্রেফতারে মাঠে নামে। রোববার তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে।

এর আগে ৪ জানুয়ারি চন্দনাইশের গাছবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ আসামি শামসুল হক বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন বিকালেই জেলা হাজতখানা থেকে ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে’ তিনি পালিয়ে যান। 

এ ঘটনায় সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। গঠন করা হয় একটি তদন্ত কমিটি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম