Logo
Logo
×

সারাদেশ

নানা সমস্যায় জর্জরিত বিরতিহীন বনলতা এক্সপ্রেস

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৭:৪২ পিএম

নানা সমস্যায় জর্জরিত বিরতিহীন বনলতা এক্সপ্রেস

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর এক্সপ্রেস বনলতা ট্রেনটি ভাঙা স্প্রিং নিয়েই চলছিল। পরে বগির স্প্রিংটি মেরামত করা হয়।শুধু আজ নয়, এ ধরনের সমস্যা প্রায়ই হচ্ছে নতুন বগি পরিবর্তন করে পুরোনো বগি সংযোজনের কারণে। 

জানা যায়, শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে রাজশাহী আসে। ট্রেনটি সকাল ৭টায় ঢাকার উদ্দেশে রাজশাহীর ছেড়ে যায়। 

ট্রেনটি বঙ্গবন্ধু পশ্চিম স্টেশনে পৌঁছানোর পর চালক বুঝতে পারেন ট্রেনের কোনো বগিতে বড় সমস্যা হয়েছে। চেক করার পর দেখা যায় ‘জ’ বগির স্প্রিং ভাঙা দেখতে পাওয়া যায়। পরে বগিটি খুলে রেখে এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ট্রেনটির একটি বগির স্প্রিং ভেঙে যাওয়ায় বঙ্গবন্ধু পশ্চিম স্টেশনে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে সেই বগি রেখে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি।

এদিকে রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি চালুর সময় তাতে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি সংযোজন করা হয়েছিল। কিন্তু এর তিন মাস পর বনলতার নতুন বগিগুলো পাঠানো হয় পঞ্চগড় এক্সপ্রেসের জন্য। 

পরে পুরোনো বগি দিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে। এর ফলে প্রায়ই ট্রেনটি চলাচলে সমস্যা হচ্ছে। কখনো ইঞ্জিন বিকল তো কখনো চাকা ভেঙে যাওয়ার মতো গুরুতর ঘটনা ঘটছে। যাত্রী সাধারণ বিরতিহীন বনলতা ট্রেনে নতুন বগিগুলো পুনরায় সংযোজনের দাবি করে আসছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম