রাজবাড়ীর কালুখালী উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া দুই শিশু হলেন— মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও একই গ্রামের ইকরামের ছেলে হুসাইন (৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে বাবু বিশ্বাসের বাড়িতে চার শিশু খেলা করছিল। একপর্যায়ে দুই শিশু রান্নাঘরে খেলা গিয়ে গ্যাস লাইট দিয়ে রান্নাঘরে আগুন লাগিয়ে দেন। আগুন রান্নাঘরে ছড়িয়ে পড়ে। সেখানে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। তখন বাবু বিশ্বাসের বাড়ির লোকজন পাশের বাড়িতে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই শিশু আগুনে দগ্ধ হন। গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন ইকরামের ছেলে হুসাইন মারা যান। অন্যদিকে ফরিদপুরে থাকা শিশু উজায়ফার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন রাতে উজায়ফা মারা যান।
এ বিষয়ে মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম যুগান্তরকে বলেন, একই ঘরের মধ্যে তারা বসবাস করছিল। হাতের কাছে গ্যাসলাইট থাকায় তারা খেলাধুলার একপর্যায়ে রান্নাঘরে আগুন লাগালে তারা পুড়ে যান। বেলা ১১টার দিকে বাড়ির পাশের মাদ্রাসায় তাদের লাশ দাফন করা হয়েছে।