Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরায় এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী যুবক আটক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:৩২ এএম

সাতক্ষীরায় এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক পরিচয়দানকারী এক প্রতারককে আটক করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে কলারোয়া সীমান্তের হিজলদী বিজিবি ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

আটক প্রতারক রুম্মান হোসেন (৩৬) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচই ধানিয়র গ্রামের কাশেম শেখের ছেলে।

কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান, বুধবার বিকেলে প্রতারক রুম্মান হোসেন কলারোয়া সীমান্তের হিজলদী বিজিবি ক্যাম্পে যান।

সেখানে তিনি নিজেকে এনএসআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেন। পরবর্তীতে তার গতিবিধি সন্দেহ হলে হিজলদি বিওপির ক্যাম্প কমান্ডার আবুল কাশেম সাতক্ষীরার এনএসআই অফিসের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হন।

পরবর্তীতে এনএসআই সাতক্ষীরার একটি টিম তাকে আটক করে থানায় হস্তান্তর করে।তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম