সিদ্ধিরগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০২:২৪ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে মোসাম্মৎ আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার বিকেলে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই গৃহবধূকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিক পাটোয়ারী (৫৫) পলাতক রয়েছেন। রাত সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ওসি গোলাম মোস্তফা।
এ ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মেয়ে মোসাম্মৎ স্বর্ণালী বাদী হয়ে তার বাবাকে অভিযুক্ত করে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে বুধবার বিকালে স্বামী মানিক পাটোয়ারী তার স্ত্রী আনোয়ারা বেগককে পিছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তলপেটে আঘাত করেন।
এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে মানিক পাটোয়ারী পালিয়ে যায়। পরে আহত আনোয়ারা বেগমকে তার স্বজনরা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, পারিবারিক কলহের জের ধরে খুনের এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারের পুলিশ অভিযান চালাচ্ছে।