উখিয়া সীমান্তে ইয়াবা কারবারি-বিজিবি গোলাগুলি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০১:৪১ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে ইয়াবা কারবারিদের সঙ্গে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের রহমতের বিল হাজির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১টায় কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে ইয়াবা কারবারিরা গুলিবর্ষণ করলে বিজিবি পাল্টা গুলি চালায়।
তিনি জানান, সন্ধ্যায় বাংলাদেশের অভ্যন্তরে ইয়াবার চালান আসছে- খবর পেয়ে রহমতের বিল হাজির বাড়ি এলাকায় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে গুলি শুরু করে। এ সময়ে বিজিবিও পাল্টা গুলি করে। এতে ইয়াবা তারা ছত্রভঙ্গ হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।