Logo
Logo
×

সারাদেশ

পৌষ পার্বণ উপলক্ষ্যে নবাবগঞ্জে গরুদৌড় প্রতিযোগিতা

Icon

আজহারুল হক, নবাবগঞ্জ

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১০:২৬ পিএম

পৌষ পার্বণ উপলক্ষ্যে নবাবগঞ্জে গরুদৌড় প্রতিযোগিতা

গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায়, পৌষ পার্বণ উপলক্ষ্যে রোববার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা কালীবাড়ি মন্দির মাঠ প্রাঙ্গণে গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২শ বছরের বেশি সময় ধরে এলাকাবাসী এ গরুদৌড় প্রতিযোগিতার আয়োজন করেন বলে মন্দির কমিটির লোকজন গণমাধ্যমকে জানিয়েছে।

সরেজমিন দেখা যায়, স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ পৌষ পার্বণকে তাদের অন্যতম উৎসব হিসেবে মনে করেন। এদিন বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় নানা রকমের পিঠাপুলির। অতিথিদের নানা আপ্যায়নের মধ্য দিয়ে তৈরি হয় উৎসবের আমেজ।

অন্যদিকে গরুদৌড়কে কেন্দ্র করে মাঠের দুই পাশে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে গ্রাম্য মেলা। শিশু, কিশোর, নারী, পুরুষ, তরুণ, তরুণীদের উপস্থিতিতে, উৎসবমুখর হয়ে ওঠে শীতের বিকালে মাঠের আশপাশ। উৎসবকে ঘিরে মেয়ে-জামাই-নাতি-নাতনিসহ অন্যান্য স্বজনদের আগে ভাগেই দাওয়াত করে বাড়িতে এনেছেন অনেকে।

এ গরুদৌড় প্রতিযোগিতায় দোহার, নবাবগঞ্জ ও সিংগাইর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সুসজ্জিত প্রায় ২০টি গরু ও তার মালিক এবং প্রতিযোগীরা অংশ নেন।

গরুদৌড় প্রতিযোগিতায় আসা দর্শক শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামের বাসিন্দা রবিউল দেওয়ান বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারো এই গরুদৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি।

তিনি বলেন, মেলা উপলক্ষ্যে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রামবাংলার মানুষের চিরচেনা এ গরুর রশি ছেঁড়া বা গরুদৌড় প্রতিযোগিতা আমাদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। এ অনুষ্ঠানটি একটি মিলন মেলা। সবাই একটি উৎসবমুখর দিন কাটাতে পেরে আমরা আনন্দিত।

প্রসঙ্গত, পৌষ পার্বণ বাঙালির প্রাণের উৎসব। পৌষ মাসের শেষ দিনটিতে এ  উৎসব পালন করেন গ্রামবাংলার মানুষ। প্রতি বছর এ দিন গ্রামীণ মেলার পাশাপাশি গরুদৌড় প্রতিযোগিতা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যে পরিচয় তুলে ধরে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম