Logo
Logo
×

সারাদেশ

পুলিশকে ফাঁকি দিয়ে আদালত থেকে পালাল আসামি

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ১০:১৭ পিএম

পুলিশকে ফাঁকি দিয়ে আদালত থেকে পালাল আসামি

নরসিংদীতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে নজরুল ইসলাম নামে জাল টাকা মামলার এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা জজ ১ম আদালতের সামনে এ পলায়নের ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি নজরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া থানার চরবাঘুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নরসিংদীর মনোহরদী থানার জালনোট মামলার চার্জশিটভুক্ত ৫নং আসামি।

পুলিশ জানায়, ২০০৯ সালের মনোহরদী থানার জাল নোট মামলার আসামি নজরুল ইসলাম জামিনে বের হয়ে ২০১৪ সাল পর্যন্ত পলাতক ছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নজরুল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় আদালতের বিচারক নাহিদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কাঠগড়া থেকে নেমে দায়িত্বে নিয়োজিত থাকা বয়স্ক ও অসুস্থ এক পুলিশ সদস্যকে কৌশলে ফাঁকি দিয়ে আসামি নজরুল ইসলাম পালিয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম