Logo
Logo
×

সারাদেশ

নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৯:৫৭ এএম

নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

সারা দেশের মতো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।

একযোগে উপজেলার ১৮ হাজার ৩৬০ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৩৮ হাজার ৬০০ বই বিনামূল্যে বিতরণ করা হয়।

বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত একযুগ ধরে প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করে আসছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এ উপলক্ষ্যে ১ জানুয়ারি দুপুর ১২টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনির পরিচালনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেল শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফি উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহিব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দীন খালেদ, আহ্বায়ক আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, হাফিজুল ইসলাম চৌধুরী, মো. শাহীন, মো. ইউনুস, জয়নাল আবেদীন টুক্কু, সানজিদা আক্তার রুনা প্রমুখ।

এ ছাড়া উপজেলার বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় ও নাইক্ষ্যংছড়ি ছড়ি বালিকা বিদ্যালয় এবং বাইশারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার পাঁচ ইউনিয়নের সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা জানান, বই বিতরণ উৎসবের প্রথম দিনেই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়েছে। একই কথা জানান সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন।

তিনি আরও বলেন, উপজেলায় মোট ১৮ হাজার ৩৬০ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৩৮ হাজার ৬০০ বই একযোগে বিতরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম