Logo
Logo
×

সারাদেশ

কলাবাগানে নারীর হাত-পা বাঁধা লাশ

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:৪২ পিএম

কলাবাগানে নারীর হাত-পা বাঁধা লাশ

ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকার একটি কলাবাগান থেকে মাকসুদা বিবি (৩৬) নামের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোহাম্মদ পান্নু মিয়াকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ধামরাই উপজেলার কালামপুর চৌড়াপাড়া এলাকার একটি কলাবাগান থেকে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহ  উদ্ধার করে পুলিশ।

নিহত নারী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বৈশখালী এলাকার মেয়ে। তিনি ধামরাইয়ের কালামপুর এলাকার খোকনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি ইটভাটায় রান্নার কাজ করতেন এবং স্বামী পান্নু মিয়া (৪০) ধামরাই উপজেলার ভাটার খোলা এলাকার আবু বক্করের মালিকানাধীন ইটভাটায় কাজ করেন। তিনি মাঝে মধ্যে নিহতের ভাড়া বাসায় যেতেন বলে জানা গেছে। 

জানা যায়, মঙ্গলবার সকালে মাকসুদা বিবি তার ভাড়া বাসা থেকে বের হয়ে যান। তারপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে কালামপুর চৌরাপাড়া এলাকার একটি কলাবাগানে হাত বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাকে মুখে রক্ত লেগে ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পান্নু মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম