
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ২৭ ঘণ্টা পর মিলল নিখোঁজ ২ যাত্রীর লাশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০১:১২ এএম

আরও পড়ুন
ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ ঘটনার ২৭ ঘণ্টা পর ডোবা থেকে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৩ ডিসেম্বর) উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের একটি পোশাক কারখানার সামনের ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সোবহান মির্জার ছেলে আব্দুল বাতেন (৪৫) ও ঢাকা জেলার ধামরাই উপজেলার শ্রীরামপুরের শাহজাহান মিয়ার মেয়ে মুক্তা আক্তার (৩১)।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, বৃহস্পতিবার দুপুরে যাত্রীসেবা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট গভীর খাদে পরে যায়। খাদে পড়ে যাওয়ার পর থেকে বাসটি উদ্ধারের চেষ্টায় কাজ করেন গোলড়া হাইওয়ে পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিস। শুক্রবার সন্ধ্যায় গোলড়া হাইওয়ে থানার পুলিশ বাসটি রেকার দিয়ে উপরে উঠানোর সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালায় এবং বাসের ভিতরে মিলে একজন পুরুষের মরদেহ এবং পানির মধ্যে ভেসে উঠে নারীর মরদেহ। লাশ দুটি গোলড়া হাইওয়ে থানার এসআই মো. মোস্তফা কামালের নিকট হস্তান্তর করা হয়।
গোলড়া হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।