
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম
কুমিল্লায় পাভেল হত্যায় ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৩:০৩ পিএম

আরও পড়ুন
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র মো. পাভেল (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুর ১২টায় কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে মিট দ্য প্রেসে ওই চার গ্যাং সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুল মান্নান।
তিনি বলেন, ঘাতক রাকিব আর নিহত পাভেল বন্ধু। ঘটনার এক মাস আগে ফেনীর মহিপাল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে রাকিবকে মারধর করে পাভেল। গত বৃহস্পতিবার রাতে পাভেল নানার বাড়িতে এসে ব্যাডমিন্টন খেলতে গেলে রাকিবসহ সঙ্গীয় কিশোর গ্যাং সদস্যরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— ফেনী সদর থানার গজারিয়া কান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক (২০), চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন (২১), একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব (২২) এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয় (২০)।
উল্লখ্য, গত বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।