Logo
Logo
×

সারাদেশ

রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৮:১৯ পিএম

রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রুহুল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন (২৮) নরসিংদী সদর উপজেলার শীলমান্দি এলাকার বাসিন্দা। তিনি মোবাইল ফোন সার্ভিসিংয়ের মেকানিক ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় রুহুল আমিন নামের ওই যুবক রেললাইন ধরে হাঁটছিলেন। ট্রেনটির ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ঘটনাটি নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানালে সকাল ১০টার দিকে এএসআই ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার সময় রুহুল আমিনকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক করায় ট্রেনটির হুইসেল পাইপ ছুটে যায়। এ সময় কিছু দূরে ট্রেনটি থেমে যায়। পরে ৩০ মিনিট থেমে থাকার পর রেলওয়ে কর্মীদের চেষ্টায় ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইকবাল হোসেন বলেন, নিহত রুহুল আমিনের প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ও এনআইডি কার্ড সূত্রে আমরা তার পরিচয় নিশ্চিত হয়েছি। ময়নাতদন্তের জন্য তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম