
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০২:২৪ এএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রিংকু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রিংকু ঝিনাইদহ জেলার একই উপজেলার শৈলকুপা এলাকার হাশেম মিয়ার ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (পরিদর্শক) ফারুক জানান, রিংকু মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রাস্তার গর্তে পড়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে গুরুতর আঘাত পান।
লোকজন রিংকুকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।