Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Icon

টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০১:৪২ পিএম

টঙ্গীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী সাতাইশ বাগানবাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের (৪০) বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরে ওই এলাকার নিলয় প্রজেক্টের উলুবনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শিয়াল-কুকুরে খেয়ে ফেলায় নিহতের মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং সারা শরীরে পঁচন ধরেছে। নিহতের পরনে কালো রঙের প্যান্ট ছিল।

এলাকাবাসী জানান, বাগানবাড়ি এলাকার নিলয় প্রজেক্টের উলুবনে একটি অর্ধগলিত ও বিকৃত লাশ পড়ে থাকতে দেখে সকালে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। গত ৬-৭ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে ওই প্রজেক্টের উলুবনে ফেলে রেখে গেছে বলে তাদের ধারণা। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের বিভিন্ন স্থানে পঁচন ধরে গেছে ও মুখমণ্ডল শিয়াল-কুকুরে খেয়ে ফেলেছে। পিবিআই ও সিআইডিসহ পুলিশের বিভিন্ন সংস্থা লাশের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। 

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হবে। এটি হত্যা না অন্য কিছু তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে লাশটি অন্তত সপ্তাহখানেক আগের হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম