Logo
Logo
×

সারাদেশ

চার দিন ধরে নিখোঁজ ডা. জাকির

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০১:০৫ এএম

চার দিন ধরে নিখোঁজ ডা. জাকির

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. জাকির হোসেন (৩০) ৪ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় চিন্তিত সহপাঠী, ডাক্তার ও তার পরিবার।

এ ঘটনায় ভাঙ্গা থানা একটি সাধারণ ডায়েরি করেছেন ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির।

তিনি বলেন, গত ৮ নভেম্বর বেলা ২টা পর্যন্ত তিনি হাসপাতালে কর্মরত ছিলেন। এরপর বুধবার ৯ নভেম্বর ভোর সাড়ে ৫টার সময় ডাক্তার মো. জাকির হোসেন আমাকে একটি ম্যাসেজ দেন, তার শাশুড়ি খুবই অসুস্থ তাকে জরুরি বাড়ি মানিকগঞ্জে যেতে হচ্ছে। এরপর আমি ঘুম থেকে উঠে তাকে মোবাইল করলে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। একই ম্যাসেজ তিনি তার সহপাঠী ডা. সেতুকেও দিয়েছিলেন।

ডা. মহসিন উদ্দিন ফকির বলেন, বৃহস্পতিবার রাতে তার স্ত্রী আমাকে ফোন করে জানান, তার স্বামী জাকির হোসেনকে ২ দিন ধরে মোবাইলে পাচ্ছেন না। তখনই আমি চিন্তায় পড়ে যাই এবং বিস্তারিত বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলি। তার স্ত্রীকেও ডা. জাকির হোসেন ম্যাসেজ দিয়ে জানিয়েছিল, যে তার মোবাইল বন্ধ থাকবে এবং মোবাইলে চার্জ হচ্ছে না। তারপর রাতেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার রাতে আমি বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করি।
  
এ ব্যাপারে ভাঙ্গা থানা ওসি জিয়ারুল ইসলাম জানান, ডা. জাকির হোসেনের বিষয়ে ডা. মহসিন উদ্দিন ফকির একটি জিডি করেছেন। আমরা তার মোবাইল ট্যাগ করে সন্ধান করার চেষ্টা করছি। শুক্রবার দুপুরে ডা. জাকির হোসেনের ভাঙ্গা সরকারি বাসভবনে তল্লাশি করেছি। তবে কোনো আলামত পাওয়া যায়নি। তার ব্যবহৃত ব্যাগটিও বাসায় রয়েছে। তার সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম