Logo
Logo
×

সারাদেশ

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১০:২৫ এএম

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় তৈয়াব আলী আকন্দ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার সন্ধ্যায় উপজেলার হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

তৈয়াব আলী ওই গ্রামের মৃত কাদের আকন্দের ছেলে। পেশায় তিনি মুদি দোকানি ছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, এক মাস আগে মাধবপুর গ্রামের মাদক কারবারি ভিসা কাজিকে ইয়াবা বড়িসহ পুলিশের হাতে তুলে দিয়েছিল গ্রামবাসী। বেশ কিছু দিন জেল খেটে তিনি জামিনে বের হন। 

রোববার সন্ধ্যার পর ভিসা কাজি তার লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তৈয়াব আলীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হামলার সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, মাদক বিক্রি কেন্দ্র করে রোববার সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম