Logo
Logo
×

সারাদেশ

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৪:০৪ পিএম

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার সকালে কেন্দুয়া পৌরশহরের চিরাং মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশের ধারণা, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তার পড়নে পুরাতন প্যান্ট, শরীরে জামা নেই, মুখে দাঁড়ি রয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন পৌরশহরের চিরাং মোড় এলাকায় রূপালি ব্যাংকের সামনে আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে সিএনজির কয়েকজন চালক তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, ধারণা করা হচ্ছে- নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাস্তায় কোনো যানবাহনের আঘাতে তিনি মারা গেছেন। তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া তার পরিচয় শনাক্তের কাজ চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম