Logo
Logo
×

সারাদেশ

মেঘনায় নিখোঁজ দুই ছাত্রের ১ জনের লাশ উদ্ধার

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০১:৩৯ পিএম

মেঘনায় নিখোঁজ দুই ছাত্রের ১ জনের লাশ উদ্ধার

নরসিংদীর মেঘনা নদীর একটি চরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রের মধ্যে মো. গালিব হক (১৫) নামে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজর ২০ ঘণ্টা পর শুক্রবার বিকালে আলোকবালী ইউনিয়নের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফরিদুল আলম।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আলোকবালীর বশখালি এলাকার মেঘনা নদীতে নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. গালিব হক (১৫) ও রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে শহিদুল ইসলাম মাহফুজ (১৬) নিখোঁজ হয়। তারা নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র।

নৌ-পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে নরসিংদীর ওই মাদ্রাসা থেকে দুই শিক্ষকসহ ৩২ জন ছাত্র আফজাল সাহেবের চড়ে নৌকা ভ্রমণে আসে। সারাদিন চড়ে অবস্থান করার পর বিকালে ছাত্ররা পাশেই বশখালীর মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নদী থেকে উঠে আসলেও গালিব ও মাহফুজ উঠে আসেনি। পরে তাদের খোঁজ না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে নিখোঁজের বিষয়টি জানালে কর্তৃপক্ষ নৌ-পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার বিকাল ৫টার দিকে গালিব হকের লাশ উদ্ধার করে। প্রবল স্রোতের কারণে শুক্রবার রাত ৯টার পর উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়।

করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফরিদুল আলম জানান, শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধারে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। বিকালে নিখোঁজ মো. গালিব হকের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকা মাহফুজ নামে আরও এক ছাত্রকে উদ্ধার করতে আমরা কাজ করে যাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম