Logo
Logo
×

সারাদেশ

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

Icon

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০১:৫২ পিএম

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়ায় সাপের কামড়ে সাদেক মো. জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার রাত ৯টার দিকে সে মারা যায়। জিহান পেকুয়া সদর নন্দীর পাড়ার সালাহ উদ্দিনের ছেলে। 

শিশু জিহানের দাদা আলী আহমদ জানান, বুধবার সন্ধ্যায় তাদের বাড়ির উঠানে খেলার সময় পাকা ঘরের বাইরের কলামের ফাটলে জিহানের পা ঢুকলে ফাটলে আগে থেকে আশ্রয় নেওয়া বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। শিশুটি দৌড়ে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জানালে তারা তাৎক্ষনিক তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দেখে কিছুই হয়নি বলে চিকিৎসা না দিয়ে বের করে দেন। 

পরে ওই শিশুটিকে চকরিয়ার ডুলাহাজারায় অবস্থিত মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে মারা যায়। তখন শিশুটিকে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, সাপে কাটলে চিকিৎসা দেওয়াটা স্পর্শকাতর বিষয়। উপজেলা পর্যায়ে এখনো এই চিকিৎসাটা দেওয়া হচ্ছে না। সাপে কামড়ানো রোগীর কোনো ওষুধ এ মুহূর্তে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বলে তিনি দাবি করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম