Logo
Logo
×

সারাদেশ

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্য

Icon

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১০:২০ পিএম

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্য

জয়পুরহাটের পাঁচবিবি স্টেশন সংলগ্ন লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছোট্ট শিশুর মৃত্য হয়। নিহত শিশুটি পৌর শহরের মুন্সিপাড়ার ডাবলুর কন্যা ঐশী আক্তার (৫)। বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচা বলেন, ঐশীর বাবা ও দাদা স্টেশনে চা-পানের দোকান করেন। প্রতিদিন বাড়ি থেকে বাবার দোকানে ৩-৪ বার যাওয়া-আসা করে ঐশী। আজকেও বাবার দোকান থেকে ঐশীর বয়সের আরো ২ জন মোট ৩ জন বাড়ি যাওয়ার পথে অন্য ২টি শিশু পার হলেও ট্রেনের ধাক্কায় সে মারা যায়। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমূখী নীলসাগর আন্তঃনগর ট্রেনটি পাঁচবিবি স্টেশন অতিক্রম করার সময় দূঘটনাটি ঘটে। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দূর্ঘটনার সতত্যা নিশ্চিত করেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম