Logo
Logo
×

সারাদেশ

মেঘনায় ঝাঁপ দেওয়া মা উদ্ধার হলেও ছেলে নিখোঁজ

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১২:১৬ এএম

মেঘনায় ঝাঁপ দেওয়া মা উদ্ধার হলেও ছেলে নিখোঁজ

মুন্সীগঞ্জে ছেলের সঙ্গে অভিমান করে একটি যাত্রীবাহী চলন্ত লঞ্চ থেকে মেঘনা নদীতে লাফিয়ে পড়েন মা জামেরুন বেগম (৪০)। এ সময় মাকে বাঁচাতে ছেলেও নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চ থেকে লাফিয়ে পড়া নারী নিজে সাঁতরে তীরে উঠতে সক্ষম হিলেও নিখোঁজ রয়েছে তার ছেলে মোহাম্মদ নাঈম (২১)।

সোমবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ গজারিয়া লঞ্চঘাটের অদূরে চর-কিশোরগঞ্জ নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

গজারিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিয়াজুর জান্নাত জানান, মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চ ঘাটের অদূরে মেঘনা নদীতে মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ছেলেকে উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম