
প্রিন্ট: ১৯ এপ্রিল ২০২৫, ০২:৪৭ এএম
মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০৯:৫২ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
ফরিদপুরের নগরকান্দায় ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে ইউনুস মোল্যা নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম রহিমা বেগম। তিনি ওই গ্রামের ইদ্রিস মাতুব্বরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে রহিমা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এ সময় ওতপেতে থাকা ইউনুস মোল্যা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।