Logo
Logo
×

সারাদেশ

কিশোরসহ ৩ জনের লাশ উদ্ধার

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০৮:১০ পিএম

কিশোরসহ ৩ জনের লাশ উদ্ধার

ময়মনসিংহে ভালুকায় এক কিশোরসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে থানার অদূরে খীরু ব্রিজের দক্ষিণ পাড়ে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। 
অপরদিকে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার হরিববাড়ি ইউনিয়নের কড়ইতলা থেকে রফিকুল ইসলামের ছেলে হাসান মিয়া (১৭) ও একই ইউনিয়নের জামিরদিয়া বাবুল মিয়ার ভাড়া বাসা থেকে আছিয়া আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করে। 

আছিয়া আক্তার নরসংদীর রায়পুরার বড়চর সর্দারবাড়ির আমির হোসেনের মেয়ে। তিনি ওই বাড়িতে ভাড়া থেকে পাশের একটি দর্জি দোকানে সেলাইয়ের কাজ করতেন। 

আছিয়া আক্তার ফাঁসিতে ও কিশোর হাসান মিয়া বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানায়। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ও ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম