Logo
Logo
×

সারাদেশ

কলেজছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার

Icon

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০৭:২৭ পিএম

কলেজছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার

পিরোজপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জহির উদ্দিন ওরফে অন্তু সরদার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ভান্ডারিয়া পৌরসভা এলাকা থেকে জহির উদ্দিন ওরফে অন্তু সরদারকে গ্রেফতার করা হয়। অন্তু সরদার পৌর শহরের উত্তর পূর্ব ভান্ডারিয়া মহল্লার মোশারফ সরদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীর সাথে আটক যুবকের ১ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার কলেজছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

গত ২০ সেপ্টেম্বর পৌর শহরে একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর ওই ছাত্রী জানতে পারেন তিনি ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপর যুবকে বিয়ের জন্য চাপ দিলেও সে রাজি হয়নি। এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত সোমবার ভান্ডারিয়া থানায় মামলা করেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম