হাসপাতালে সেবা নিতে অপেক্ষায় রোগীরা, দেখা নেই ডাক্তারের
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৪:২৪ এএম
সরকারি নির্দেশনা মোতাবেক হাসপাতালে সকাল ৮টা থেকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকার কথা থাকলেও এ নির্দেশনার তোয়াক্কা করছে না ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতাল।
বুধবার সকালে সরেজমিন হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি কোনো ডাক্তার কিংবা কর্মচারীকে। এমনকি জরুরি বিভাগেও ছিল না কেউ। বারান্দায় চিকিৎসা নিতে অপেক্ষমাণ ছিলেন অনেক রোগী।
জরুরি বিভাগের সামনে বসেছিলেন উপজেলা হাসপাতাল থেকে ২০ কিলোমিটার দূর আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা দোলনা বেগম। তিনি বলেন, আমার কন্যা স্বপ্না বেগম প্রসবব্যথায় কাতরাচ্ছে। অনেকক্ষণ ধরে বসে থেকেও কাউকে পাইনি।
হাসপাতাল বহির্বিভাগ, টিকিট কাউন্টার, ফার্মেসি, প্যাথলজি, এক্সরে বিভাগ, সেনেটারি অফিস, পরিবার-পরিকল্পনা অফিস ও আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র ছিল তালাবদ্ধ অবস্থায়। এ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাসহ ৩৪ জন ডাক্তার রয়েছেন। কিন্তু কেউ উপস্থিত ছিলেন না। তাদের মধ্যে দুজন ডাক্তার মাতৃত্বকালীন এবং দুন মৌলিক প্রশিক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
হাসপাতালে সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে সকাল ৮টা ২৩ মিনিটে ছুটে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।
এ সময় হাসপাতালে কোনো ডাক্তারের উপস্থিতি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সময় হলে তো আসবেই। আপনারা সকাল ৮টায় চলে আসছেন ডাক্তার আসছে কিনা দেখতে!
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরও বলেন, আপনাদের চিনে রাখলাম, আপনাদের চিকিৎসার ক্ষেত্রেও আমরা এভাবেই দেখব।
হাসপাতালের সামনে দাঁড়িয়ে ডা. নূরুল হুদা খানের সঙ্গে কথা বলার সময় সেখানে একজন ডাক্তার এসে উপস্থিত হন।
৮টা ৫৪ মিনিটে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, টিএইচএ ডা. নূরুল হুদা কী হাসপাতালে আছে? বিষয়টি আমি দেখছি।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, হাসপাতালের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ডাক্তারদের উপস্থিত থাকার কথা। এমন উপস্থিতি অত্যন্ত দুঃখজনক।