ট্রাকের ধাক্কায় জেলা সমবায়ের প্রশিক্ষক নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৫:১৩ এএম
নরসিংদীতে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক সহকারী প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আবু বক্কর নামে আরেক আরোহী।
জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম গাজীপুরের শ্রীপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী জেলা সমবায় অফিসে সহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার রাত ১০টার দিকে শহিদুল সহকর্মী আবু বক্করকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে গাজীপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চরসিন্দুর টোলপ্লাজায় দিয়ে অতিক্রম করার সময় পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে তারা দুজন ছিটকে পড়েন। পরে গুরুতর আহত শহিদুলকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।