Logo
Logo
×

সারাদেশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৩:০১ পিএম

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে দুই গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার রায়পুর ইউপির শায়েস্তানগর গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে ফারিয়া আক্তার (৪) এবং সোনাপুর ইউপির মহাদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে রিজু আক্তার (২) পা‌নিতে ডুবে মারা গেছে।

রায়পুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তন্ময় কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত ফারিয়ার বাবা ইব্রাহিম জানান, সকাল ৭টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল ফারিয়া। এ সময় প‌রিবারের লোকজন বাড়ির পাশে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে ফারিয়া উঠানের পাশের পুকুরে হাত-পা ধুতে যায়। কিছু সময় পর তার দেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিজু আক্তারের মা নেহার বেগম জানান, তার স্বামী ঢাকায় চাকরি করেন। সকাল ১০টার দিকে তিনি ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তার পাশেই খেলা করছিল শিশু রিজু। একপর্যায়ে ঘরে ও উঠানে রিজুকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাকে উঠানের পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম