
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৪:০২ পিএম
ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ১২:২১ পিএম

আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা লাগলে ঘটনাস্থলে মারা গেছে দুজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণশাসন নামক স্থানে।
ঘাটাইল থানা উপপুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম যুগান্তরকে বলেন, মঙ্গলবার ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে একটি সিএনজি ঘাটাইল থেকে পাঁচ জন যাত্রী নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছলে সড়কের ডান পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা যান।
নিহতরা হলেন- স্থানীয় কাশতলা গ্রামের মৃত তৈয়ম উদ্দিনের পুত্র শাহজাহান (৬৫) ও হামিদপুর গ্রামের সাহা পাড়াস্থ মৃত চান মোহন সাহার পুত্র নেপাল চন্দ্র সাহা (৬২)।
একই সঙ্গে আহত হয়েছেন তিন যাত্রী। এদেরকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থা অবনতি হলে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘাটাইল থানা অফিসার ইন চার্জ আজহারুল ইসলাম সরকার বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা বলছে, এরা সবাই ঘাটাইলের আন্দিপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন।