
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৩:০৭ এএম
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১১:০০ পিএম

আরও পড়ুন
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের একটি শাখায় গোসল করতে গিয়ে ইতি মনি (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার দুপুরের দিকে ফকির মোহাম্মদ ছয়ানীপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফকির মোহাম্মদ ছয়ানীপাড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে ইতি মনিসহ ৩ জন শিশু ব্রহ্মপুত্র নদের ওই শাখায় গোসল করতে নেমে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করে ইতি মনি পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্য শিশুরা ঘাটে ফিরলেও ইতি মনি ফেরত না আসায় শিশুদের কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে উলিপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে রংপুরের ডুবুরি দলকে খবর দেন। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ ইতি মনির সন্ধান পাওয়া যায়নি।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইফুর রহমান জানান, রংপুর স্টেশনের ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। আমরা তাদের জন্য অপেক্ষা করছি। তারা আসলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।