হাতুড়ি দিয়ে স্ত্রীকে পিটিয়ে আহত, স্বামী গ্রেফতার
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১২:১২ পিএম
রংপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার ফেরদৌস জামাল ডিপজলের (২৪) বাড়ি মিঠাপুকর উপজেলার বিরাহিমপুর গ্রামে। তার বাবার নাম মুসলিম মিয়া।
রোববার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, রোববার সকালে রংপুর নগরীর প্রধান ডাকঘর এলাকা থেকে ফেরদৌস জামাল ডিপজলকে গ্রেফতার করা হয়। এর আগে গত বুধবার স্ত্রীকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান তিনি। তার স্ত্রী মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
র্যাব জানায়, কলেজ শেষে গত বুধবার দুপুরের দিকে বাবার বাড়ি ফিরছিলেন তার স্ত্রী। ভাংনী চৌপথির দক্ষিণ পাশে ছোট কালভার্ট পার হওয়ার সময় স্ত্রীর পথ রোধ করে হাতুড়ি দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করেন।
এতে তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ভুক্তভোগীর বাবা জানান, এক বছর আগে তার মেয়েকে জোর করে বিয়ে করে ডিপজল। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি পূরণ না করায় তার ওপর শুরু হয় নির্যাতন। নির্যাতন সইতে না পেরে কয়েক মাসের মধ্যেই তার মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসে। নতুন জীবন শুরু করতে আবার পড়ালেখা শুরু করে। এতেই ক্ষিপ্ত হয়ে তার স্বামী এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ফেরদৌস জামাল ডিপজলসহ তিনজন এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের নামে থানায় মামলা করেছেন।